বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

ফ্রিল্যান্সিং কি?(What is freelancing)

 

ফ্রিল্যান্সিং (freelancing) মুলত মুক্ত পেশা।

যেখানে নিজের ইচ্ছের স্বাধীনতা দিয়ে কাজ করা যায়।এখানে ইন্টারনেটে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়।


চাকরির মতোই এটাও একটা চাকরি তবে কিছু ভিন্নতা রয়েছে কোম্পানি চাকরি আর ফ্রিল্যান্সিং এর মাঝে।

চাকরির জন্য নির্দিষ্ট ইমপ্লায়ের নির্দেশ মাফিক কাজ করতে হয়।নির্দিষ্ট সময়ে অফিসে যাতায়াত করতে হয়।নিজের ইচ্ছের স্বাধীনতা বলতে কিছু  থাকে না বললেই চলে।আপনার মন না চাইলেও কাজ চালিয়ে যেতে হবে,এমনকি অফিসেও নির্দিষ্ট সময়ের ভিতর আসতে হবে।


কিন্তু ফ্রিল্যান্সিং সম্পূর্ণ আলাদা।আপনি এখানে যখন যেই বায়ারের কাজ নিবেন তখন সেই আপনার ইমপ্ল্যার(Employer)।ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নাই।আপনার যখন যতটুকু ইচ্ছে কাজ করবেন,নিজের ইচ্ছের স্বাধীনতা দিয়ে।এখন কাজ করতে ভালো লাগছে না করবেন না।আবার যখন ইচ্ছে হবে তখন করবেন।আপনার কখনো নির্দিষ্ট সময়ে অফিসেও যেতে হবে না।মূলত আপনি যেখানেই থাকেন সেটাই আপনার অফিস।

মোটকথা,খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে নিজের স্বাধীনতা দিয়ে কাজ করে আরো বেশি উপার্জন করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন