ফ্রিল্যান্সিং কি কি দক্ষতা লাগে?(What needed skills for freelancing)
আমাদের এই বর্তমান সময়ে এই আধুনিকতার যুগে ফ্রিল্যান্সিং(freelancing) করতে চাই না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। অনেক যুবক-যুবতী আছে যারা কিনা ফ্রিল্যান্সিং করতে চাই কিন্তু ফ্রিল্যান্সিং(freelancing) কাজ করার জন্য কিসের প্রয়োজন এই বিষয়টা জানে না।
ফ্রিল্যান্সিং(freelancing) করতে হলে আপনাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং কোন কোন কাজের দক্ষতা থাকতে হবে।
১.ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য কিংবা সফল হওয়ার জন্য মূল যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ধৈর্য।
২. ফ্রিল্যান্সিং পেশাটা যেহেতু ইন্টারনেটের সাথে বেশ কানেক্টেড তাই আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। যখন আপনি কোন কিছু করতে যাবেন কিংবা কাজ করার জন্য কোন বায়ার খুঁজবেন তখনই আপনার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে।
৩. আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং বলেন কিংবা অন্য যে কোন কাজ করতেই পারবেন না। জ্ঞান থাকার পাশাপাশি আপনার যে বিষয়টা টাকা লাগবে সেটা হচ্ছে দক্ষতা কিনবে স্কিলস।
এছাড়াও আরো অনেক বিষয় সম্পর্কে জ্ঞান থাকাটা আবশ্যক। যেমন: প্রয়োজন মতো ইংরেজি জানা,ল্যাপটপ অথবা কম্পিউটার, কাজ করার কিছু কলাকৌশল অবলম্বন ইত্যাদি।
কোন মন্তব্য নেই